চট্টগ্রাম, , বুধবার, ১৫ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান রাজনীতি ও যৌন হয়রানি বন্ধে স্কুল কর্তৃপক্ষকে কঠোর হতে হবে : মিরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান

প্রকাশ: ২০১৯-০৭-১১ ০০:৫৯:০৪ || আপডেট: ২০১৯-০৭-১১ ০১:০১:৩৮

 

মিরসরাই প্রতিনিধি :
‘শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে এবং উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রাজনৈতিক কর্মকান্ড বন্ধ রাখার পাশাপাশি যৌন হয়রানি বন্ধে স্কুল কর্তৃপক্ষকে কঠোর হতে হবে।’ গতকাল বুধবার (১০ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষার গুনগত মনোন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার গুনগত মান বাড়াতে ব্যাপক কাজ করছে। সারা দেশের মত মিরসরাই উপজেলাতেও যাতে করে পাশের হার বাড়ে সেদিকে শিক্ষকদের নজর দিতে হবে। শিক্ষার্থীদের মানবিক গুণ সম্পন্ন মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে হবে।’

ওইদিন সকাল ১১টায় শুরু হওয়া মতবিনিময় সভার সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। স্থানীয় বারইয়াহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান। অংশ নেন মাধ্যমিক স্কুল-মাদ্রাসার প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিগণ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহল আমিন উপজেলার প্রতিটি বিদ্যালয়ে সততা ষ্টোর নামের আদর্শ কেনটিন চালু করার নির্দেশ দেন। এছাড়া চলতি অর্থ বছর থেকে উপজেলায় বিশেষ ফান্ড গঠনের তাগিদ দেন এবং ওই ফান্ড থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করারও ঘোষণা দেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, ছৈয়দুল হক উচ্চ বিদ্যালয় পরিচালা পরিষদের সভাপতি ডা. জামশেদ আলম, বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের জাফর আহাম্মদ চৌধুরী, আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালানা পরিষদের সভাপতি নুরুল মোস্তফা মানিক, মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোহরাব হোসাইন, করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া, জেবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *