চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী অসাম্প্রদায়িক ব্যাক্তিঃ প্রিয়তোষ চৌধুরী

প্রকাশ: ২০১৯-০৮-০২ ১৫:৪০:৫০ || আপডেট: ২০১৯-০৮-০২ ১৫:৪০:৫০

প্রদীপ শীল, রাউজানঃ

ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে সামনে রেখে রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের এক প্রস্তুতি সভা ২ আগষ্ট শুক্রবার রাউজান রাস বিহারী ধামে অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার বিশ্বাস। পূজা পরিষদের যুগ্ন সম্পাদক ছাত্রলীগ নেতা রুবেল বৈদ্য’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাউজান রাস বিহারী ধাম পরিচালনা পরিষদের সভাপতি পৌর কাউন্সিলর সমীর দাশ গুপ্ত, জন্মাষ্টমী উদযাপন সাধারণ সম্পাদক তপন দে, পূজা উদযাপন পরিষদ নেতা রুনু ভট্টাচার্য, পৌর পূজা কমিটির সসভাপতি সাজু পালিত, রাস বিহরী ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক উজ্জল দাশ গুপ্ত, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কমল চক্রবর্তী, পূজা পরিষদের অর্থ সসম্পাদক উজ্জল দাশ গুপ্ত, ইউপি সদস্য সম্ভু মজুমদার, সাংবাদিক প্রদীপ শীল, রুবেল দাশ গুপ্ত,সাধন দে, দিলীপ দে, প্রভাত পাল কালু, সম্ভু দে, ডাঃ বিজয় দাশ, সুমন শর্মা অজিত, জিকু দত্ত, লক্ষীকান্ত চৌধুরী,রিটন মহসজন, রাজু দে, অভি রায়, প্রনব দাশ, বিশ্বজিৎ ভট্টাচার্য, পংকজ ভট্টাচার্য, মিধুন দে, নিশান চৌধুরী, সনেট শীল,ডাঃ রিগেন শর্মা, সুজন শীল প্রমূখ। প্রধান অতিথি প্রিয়তোষ চৌধুরী বলেন,সনাতন ধর্ম বিশ্বাস করে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিয়ে সম্মাম প্রদর্শন। সুতারাং আদি ধর্মের লোকেরা সাম্যবোধ নিয়ে বসবাস করে আসছে এদেশে। কোন প্রকার গুজব ও সাম্প্রদায়িক শক্তি কর্তৃক হুমকী মূলক উসকানী মেনে নেয়া হবে না। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী অসাম্প্রদায়িক ব্যাক্তি। তার নেতৃত্বে রাউজানের হিন্দুরা ঐক্যবন্ধ ছিল এবং আছে। তিনি আগামী ২৩ জানুয়ারি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষনা করেন।এডভোকেট সমীর দাশ গুপ্ত বলেন, সনাতন ধর্ম ত্যাগ ও ধর্য্যের ধর্ম। প্রতিটি সংকট মহুুর্তে ভগবান আমাদের সহায়ক শক্তি হিসাবে পাশে থাকেন। তিনি বলেন রাউজানের সাংসদ আন্তরিক ভাবে আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তার নেতৃত্বে সনাতনী সম্প্রদায় সবসময় ঐক্যবন্ধ। সভায় উপজেলার ১৪ ইউনিয়ন কমিটি ও পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি/ সম্পাদক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *