চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা

প্রকাশ: ২০১৯-০৮-০২ ১৯:২৮:৪৪ || আপডেট: ২০১৯-০৮-০২ ১৯:২৮:৪৪

বীর কন্ঠ ডেস্ক:

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ১২ আগস্ট সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ মোবারক।
শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আবদুল্লাহ সভায় সভাপতিত্ব করবেন।
সভায় তিনি বলেন, শুক্রবার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। শনিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ১২ আগস্ট  সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
বিশ্বব্যাপী মুসলমানদের দুটি বৃহৎ ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা যা বাংলাদেশে কোরবানি ঈদ হিসেবেও পরিচিত।
সামর্থবাণ মুসলমানরা পবিত্র জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে হালাল পশু দিয়ে কোরবানি করবেন।
ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে বাংলাদেশে নতুন চাঁদ দেখা যায়। এজন্য বাংলাদেশে রোজা ও ঈদ একদিন পরেই উদযাপন করা হয়।
তবে বাংলাদেশে চাঁদপুর জেলার কয়েকটি গ্রামসহ কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *