চট্টগ্রাম, , বুধবার, ৮ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের বিদায় অনুষ্ঠান

প্রকাশ: ২০১৯-০৮-০৪ ১৫:১৩:০৯ || আপডেট: ২০১৯-০৮-০৪ ১৫:১৩:০৯

মিরসরাই প্রতিনিধি:

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আনোয়ার হোসেনের বিদায় অনুষ্ঠান শনিবার (৩ আগস্ট) স্কুল মিলনায়তনে বিকাল ৩টায় সম্পন্ন হয়েছে। মাস্টার আনোয়ার হোসেন ওই স্কুলে দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করেন। স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে স্কুলে বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখেন তিনি। এছাড়াও বাল্যবিবাহ যৌতুক, মাদকের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বিদায় বেলায় বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিত ছিল লক্ষ্য করার মতো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহাম্মদ নাদিরুজ্জামান এর সভাপতিত্বে এবং স্কুল শিক্ষার্থী সামিয়া, লামিয়া, নুহিইয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, সাহেরখালী উচ্চ বিদ্যালয় পরিচালন পর্ষদের সভাপতি হাসান মাহফুজ এবং প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যবৃন্দ প্রমুখ।

মাস্টার আনোয়ার হোসেন শিক্ষকতা জীবনের বিদায় বেলায় স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকে তার বিদায় বেলায় বেলা পর্যন্ত স্মৃতিচারণ করেন এবং তুলে ধরেন তার জীবনের সাথে মিশে যাওয়া স্কুলের প্রত্যেকটি বালুর কনার অফুরন্ত সম্পর্কের কথা।এবং তিনি বলেন, স্কুল কে নিজের পরিবারের মতো দেখেছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি স্কুলের সম্মান কে উচ্চ শিখরে নিয়ে যেতে। জানিনা কতটুকু সফল হয়েছি। আমার সম্পর্কে অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অতিথিবৃন্দ অনেক বেশি বলে ফেলছে।আমি একজন সাধারণ মানুষ। আমার জন্য সবাই দোয়া করবেন। শিক্ষার্থী ও এলাকাবাসীর সবার জন্য আমার ভালোবাসা ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *