চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৮-২১ ২২:৫৬:০৫ || আপডেট: ২০১৯-০৮-২১ ২২:৫৬:০৫

 খলিল চৌধুরী, সৌদিআরব : জাতীয় শোক দিবস ও বাংলাদেশের মহান স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৪-তম শাহাদত বার্ষিকী উপলক্ষ সৌদি আরবের মক্কা মহানগরের বঙ্গবন্ধ স্মৃতি পরিষদ সরিয়া সিটি শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধ পরিষদ সরাইয়া সভাপতি মোঃ- জসিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের সঞ্চলনায় সিটির একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতে কোরাআন তেলোয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফেজ মোঃ-নুরুল আলম। জাতীয় শোক দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পবিত্র হজ্ব পালনে আসা পর্যটন জেলা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্ণেল (অবঃ) ফোরকান আহমদ।

এ আলোচনা সভায় প্রধান বক্তা: ছিলেন, বঙ্গবন্ধ পরিষদ সরাইয়া সিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ- রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদ সরাইয়া সিটির সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ শহিদ, মক্কা মহানগর আওয়ামী যুবলীগের হ-সভাপতি নুর আহমদ, গোল এমারা যুবলীগের সভাপতি জাবেদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মিনহাজ উদ্দিন, আবু তৈয়ব, হাবিবুর রহমান, মনছুর আলম, মুহাম্মদ জাকারিয়া, হেলাল উদ্দিন, মুহাম্মদ আলম প্রমুখ। এ জাতীয় শোক দিবসের আলোচনা সভা বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশ এখনো যারা জাতির জনকের খুনি রয়ে গেছে, তাদেরকে, দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দার করার দাবী জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *