চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

নেতাকর্মীদের আরো বেশি বিনয়ী ও গণমুখী হতে হবে-ভূমিমন্ত্রী

প্রকাশ: ২০১৯-০৯-২১ ২৩:৫৪:৩৯ || আপডেট: ২০১৯-০৯-২১ ২৩:৫৪:৪৬


আনোয়ারা প্রতিনিধি :
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের সার্সন রোডস্থ ভূমিমন্ত্রীর বাসভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্ধৃত আচরণ পরিহার করার আহবান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন,‘আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা অনুপ্রবেশকারীদের আচরণে যাতে সাধারণ মানুষ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। নেতাকর্মীদের আরো বেশি বিনয়ী ও গণমুখী হতে হবে।’

ভূমিমন্ত্রী আরো বলেন,‘আওয়ামী লীগে অনুপ্রবেশকারী,সুবিধাবাদী ও সুযোগসন্ধানীদের চিহ্নিত করতে হবে। দলে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াত আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করতে চাইবে। সে ব্যাপারে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে দলকে সমালোচনার মুখোমুখি করবেন না।’
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন খান,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ জামাল আহমদ, মোহাম্মদ আলী,মুক্তিযোদ্ধা এম এন ইসলাম ও ছিদ্দিক আহমদ বিকম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *