চট্টগ্রাম, , রোববার, ৫ মে ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

অগ্নিদগ্ধ আলমগীরকে দেখতে জেদ্দা কিং হাসপাতালে লোহাগাড়া প্রবাসী সমিতি

প্রকাশ: ২০১৯-০৯-২৪ ২৩:১২:০৬ || আপডেট: ২০১৯-০৯-২৪ ২৩:১২:১৩

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

জেদ্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণে অগ্নিদগ্ধ গুরুতর আহত লোহাগাড়া উপজেলাধীন পদুয়া ইউনিয়নের বার্ন ইউনিটে মৃত্যু সনিন্ধে প্রবাসী মোহাম্মদ আলমগীর দেখতে জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতাল লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব নেতৃবৃন্দ।

দেশ ও জাতির সূর্য সন্তান ও রেমিটেন্স যোদ্ধা সহকর্মী গ্যাস সিলিন্ডার বিস্ফারণ হয়ে অগ্নিদগ্ধ মৃত্যু সনিন্ধে বার্ন ইউনিটিতে চিকিৎসাধী মোহাম্মদ আলমগীর’কে দেখতে সরাসরি জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালে ছুটে যান, লোহাগাড়া প্রবাসী সমিতির উপদেষ্টা ও প্রবাসীদের পরিচিত মুখ মোসলেম উদ্দিন মোসলেম, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ-কুতুব উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক এনামুল হক এনাম, যুগ্ম-আহবায়ক মুহাম্মদ লোকমান হাকিম, যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরী ও সিপ্লাস টিভি সৌদি-প্রতিনিধি- সংগঠনের সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।
এছাড়াও মক্কা-জেদ্দার বেশকয়েক জন প্রবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- গত ১৭-সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জেদ্দা নগরীর বােবাদি এক বোরকা কারখানায় ঘুমন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণ বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় বলে জানাগেছে।
ততমধ্যে, আশাষ্কা জনক অবস্থায় অগ্নিদগ্ধে গুরুতর আহত চিকিৎসাধীন মোহাম্মদ আলমগীর’ জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালের আইসিওতে মৃত্যু সনক্ষিণে এ রেমিটেন্স যোদ্ধা।

অগ্নিদগ্ধে গুরুতর আহত মৃত্যু সনক্ষিণ জেদ্দা প্রবাসী মোহাম্মদ আলমগীর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাধীন পদুয়া ইউনিয়নের তেওয়ারিহাটের উত্তর পাশ্বে- নয়া পাড়া নিবাসী আলী আহমদের পুত্র।

লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের উপদেষ্টা ও জেদ্দা প্রবাসী মোসলেম উদ্দিন মোসলেম জানান,
দেশ থেকে খবর পেয়ে বিভিন্ন হাসপাতালে প্রায় ৫-দিন খবরাখবর নেয়ার পর গত ২১-সেপ্টেম্বর সন্ধায় খবর পেয়ে অগ্নিদগ্ধ মোহাম্মদ আলমগীর জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালের দেখতে গিয়ে দেখি জানাতে পারি কেবাকারা হাসপাতালরে রেখে চলে যায় বর্তমানে অভিভাবক-হীন অবস্থায় জরুরী বিভাগের বার্ন ইউনিটির আইসিইউতে
চিকিৎসাধীন আছেন।
আমি একজন প্রবাসী হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূত ও জেদ্দা-বাংলাদেশ কনসুলেট জেনারেল-সহ মৃত্যু সন্ধিদে অগ্নিদগ্ধে গুরুতর আহত চিকিৎসাধীন জেদ্দা প্রবাসী মোহাম্মদ আলমগীরের বিষয়ে খবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *