চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৯-২৪ ০০:০৮:৪০ || আপডেট: ২০১৯-০৯-২৪ ০০:০৯:০০

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সোমাবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মংহ্লা মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার ঘুন্নু, মাননীয় মন্ত্রী প্রতিনিধি খারুল বাশার,
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি,ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবউল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া।

উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা তাহেরা বেগম, আওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক, আওয়ামীলীগের মহিলা নেত্রী ওজিবা খাতুন, দোছড়ি ইউপি সদস্য জাইতুন নাহারসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।


এছাড়াও সভায় উপজেলার সকল কর্মকর্তা ও সাংবাদিক এবং বিভিন্ন বিভাগের গোয়েন্দাসহ সকল স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, অাসন্ন নাইক্ষ্যংছড়ি উপজেলার তিন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর এবং শান্তিপূর্ণ ভাবে উপহার দিতে সকলকে সযোগীতা করার আহবান জানান।


প্রধান অতিথি অধ্যাপক মো: শফিউল্লাহর বক্তব্যে তিনি নাইক্ষ্যংছড়ি সার্বিক অবস্থার বর্ণনা দেন, এরপর সকল কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা তাদের বক্তব্য তুলে ধরেন, এবং তিনি সকল বক্তার বিভিন্ন বিষয়ের আলোকপাত করেন এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *