চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৯-০৯-২৪ ০০:১৮:৫৬ || আপডেট: ২০১৯-০৯-২৪ ০০:১৯:০১

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বাইশফাঁড়ী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।


সুত্রে জানাযায়, সোমবার ২৩ সেপ্টম্বার সকাল ৮টায় ঘুমধুম জিরো পয়েন্টের কাছাকাছি সীমান্তের বাইশফাঁড়ীর থোয়াংগ্যাঝিরি নামক স্থানে বিকট শব্দ শুনার সাথে সাথে ৩৪ ব্যাটেলিয়নের (বিজিবি) একটি দল ঘটনা স্থলে পৌঁছে খুজাঁখুজিঁর প্রায় আধ ঘন্টার পর ঐ স্থানে অংফোছার আম বাগানে লাশটির শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন ও চোখ উপড়ে গেছে বলে জানান।
এলাকাবসী জানান, বিস্ফোরণকৃত লাশটি রোহিঙ্গা। সে কুতুপালং শরণার্থী ক্যাম্পের ডি-১ ব্লকের আব্দুল মালেকে পুত্র আব্দুল মজিদ(৩২)।সে রেজিষ্ট্রাড ভূক্ত একজন রোহিঙ্গা বলে দাবী করেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইমন চৌধুরী বলেন, সকাল ৮টার দিকে একটি বিস্ফোরনের শব্দ শুনে ৩৪ ব্যাটেলিয়নের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহত ঐ যুবকের ক্ষত-বিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

তবে সীমান্তে মিয়ানমার বাহিনীর আগে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *