চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে “জেলা প্রশাসক বৃত্তি” প্রদান অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৯-২৫ ২১:৩৩:৪৪ || আপডেট: ২০১৯-০৯-২৫ ২১:৩৩:৪৬

রফিকুল আলম :

প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে শিক্ষার্থীদের
মাঝে “জেলা প্রশাসক বৃত্তি” প্রদান অনুষ্ঠান এবং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের
সাথে মতবিনিময় অনুষ্টান গতকাল বুধবার (২৫ সেপ্টম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের
শহীদ জহুরুল হক হল রুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রামের অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু হাসান সিদ্দিক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল
আরেফিনের সভাপতিত্বে অনুষ্টিত মতবনিময় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার
(ভূমি) মোঃ জানে আলম। মতবিসিময় সভায় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাষ্টার মোঃ নাছির উদ্দিন
চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মোঃ রফিকুল আলম, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রঞ্জিত কুমার ভট্টাচার্য, মোঃ তৌহিদ, একেএম গোলাম কিবরিয়া, শিলা নন্দী, আজমির উদ্দিন।

অনুষ্টানে অতিথিরা বৃত্তি প্রাপ্ত ৫০ জন ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন।
এদিকে ২৫ সেপ্টম্বর দুপুরে জেলা প্রশাসকের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের অংশ গ্রহনে প্রতিভা অন্বেষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও
খেলাধূলার সামগ্রী বিতরণ অনুষ্টান উপজেলার পাইন্দং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবু হাসান
সিদ্দিক।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্টিত মতবনিময়
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম, উপজেলা শিক্ষা অফিসার
(ভারপ্রাপ্ত) মোঃ হাসানুল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মোঃ আবুল হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির,জনস্বাস্থ্য প্রকৌশলী প্রণবেশ
মহাজন। অনুষ্টানে প্রধান অতিথি প্রতিভা অন্বেষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *