চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সুমহান ঐতিহ্য- ভূমিমন্ত্রী

প্রকাশ: ২০১৯-০৯-২৭ ২৩:২৪:৫২ || আপডেট: ২০১৯-০৯-২৭ ২৩:২৪:৫৯


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন,হাজার বছর ধরে নানা জাতি-ধর্মের মানুষ এই ভূখন্ডে মিলেমিশে বসবাস করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের সুমহান ঐতিহ্য। বাংলাদেশের পরিচিতি মূলত সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে।

এ দেশের মানুষ ধার্মিক বলেই ভিন ধর্মাবলম্বীদের প্রতি সহনশীলতার আদর্শ এ দেশে মূর্তমান। শুক্রবার বেলা আড়াইটায় উপজেলা সদরের একটি সামাজিক কেন্দ্রে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে ভূমিমন্ত্রী বলেন,ইসলাম কখনও কোন ধরনের সহিংসতা,হানাহানি ও অন্যায় কর্মকান্ড সমর্থন করে না। বরং ইসলামী রাষ্ট্রে সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়,তাহলে তা কখনও বরদাশত করা হবে না।


ভূমিমন্ত্রী আরও বলেন,এ দেশে বিএনপি-জামায়াত জোট হিন্দু সম্প্রদায়ের ওপর এমন নিপীড়ন চালায় যে,তাদের অনেকেই দেশ ত্যাগে বাধ্য হয়। তারা ধর্ষণ,লুটপাট,অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত করেছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনে। বিশে^ বাংলাদেশকে সম্প্রীতির মডেল হিসেবে দাঁড় করাতে হলে শান্তি ও সৌহার্দ্যরে বন্ধনকে সুদৃঢ় করতে হবে।


আনোয়ারা উপজলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দোলন মজুমদারের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন এসএনডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার। মূখ্য আলোচক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী ও আনোয়ারা থানার ওসি দুলাল আহমদ।


এর আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি পটিয়া-আনোয়ারা উপজেলার সংযোগস্থল কালীগঞ্জ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৩৮ কোটি ৮২ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের উদ্যোগ নেয় সড়ক ও জনপথ বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর সহকারি একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ,সওজ চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খান মো.কামরুল আহসান,দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ ও উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *