চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশ: ২০১৯-০৯-২৮ ২২:৪২:৩১ || আপডেট: ২০১৯-০৯-২৮ ২২:৪৩:১৫

প্রদীপ শীল রাউজান প্রতিনিধিঃ
রাউজানে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

২৮ সেপ্টেম্বর সকালে রাউজান একে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সাধারন সম্পাদক অধ্যক্ষ কপিল উদ্দিন, উপজেলা সহকারী ভূমি কমিশনার এহাসান মুরাদ, থানার ওসি কেপায়েত উল্লাহ্, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, ভূপেষ বড়ুয়া, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল, উপজেলা যু্বলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, স্বাস্থ্য কর্মকর্তা মনোয়ার হোসেন , চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মেদ, তছলিম উদ্দিন চৌধুরী, লায়ন সাহাবু উদ্দিন, দিদারুল আলম, নুরুল আবছার বাঁশি, রোকন উদ্দিন , পূজা উদযাপন পরিষদের নেতা তপন দে প্রমুখ। সভায় সভাপতির বক্তব্যে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, আগামী ৪ অক্টোবর হতে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে এ বছর২৩২টি পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এবং ৮ অক্টোবর বিজয়াদশমী মধ্যদিয়ে পূজার সমাপ্তি হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মসজিদে আযানের সময় মাইক বা সাউন্ড সিস্টেম বন্ধ রাখা এবং মাদক প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে । এবং সকল পূজা মন্ডপগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয় সভায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *