চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে ছুরিকাঘাতে বাংলাদেশির হাতে অপর বাংলাদেশি যুবক খুন

প্রকাশ: ২০১৯-১০-০১ ১২:০৩:৫৩ || আপডেট: ২০১৯-১০-০১ ১২:০৬:৩৪

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবের নাজেরান প্রদেশে নিজ বাসা থেকে ডেকে নিয়ে বাহিরে কথাকাটির এক পর্যায়ে হাতে থাকা ছুরিকাঘাতে বাংলাদেশির হাতে অপর বাংলাদেশি জুনেদ আহমদ-(৩৫) নামে খুন হয়েছে।

জানাযায়, গত ২৮-অক্টোবর রাত দের-টার সময় অন্য বাসা থেকে নিহত জুনেদ আহমদের আপন মামত ভাই ও তার সালা-সহ তিনজন এসে বাহিরে ডেকে নিয়ে হঠাৎ হাতাহাতি ও মারধর শুরে করে জুনেদ উপর। এক পর্যায়ে হাতে করে নিয়ে আনা ছুরিকাঘাত ঘটনাস্থলে জুনেদ আহমদ খুন হন।

ছুরিকাঘাতে খুন হওয়া জুনেদ আহমদ-সিলেট ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দী গ্রাম নিবাসী আব্দুল কুদ্দুসের পুত্র।

তার বাসা থেকে ডেকে নিয়ে তারই আপন মামাত ভাই কামার গাও গ্রামের চেরাগ আলির নাতি ও আবুল হসনের ছেলে মিজানুর ও কুরশি গ্রামের বুরহান উদ্দিন মিলে ছুরিকাঘাতে হত্যা করে।

রাত গভীর হলে তাকে বাসায় না পেয়ে লোকজন চারি দিকে ফোনে যোগাযোগ সহ বাহিরে খোঁজা খুজি শুরু করেন । তখন তাদের সাথে ও এই দুই ঘাতক ছিল । উপস্থিত লোকজন দুই ঘাতকের শরীরের রক্তের দাগ দেখতে পেরে তাদের সন্দেহ হয় এবং সেখানে থাকা নিহতের চাচা রহমত আলীর নির্দেশে আপন দুই ভাই সহ তিনজনকে উপস্থিত সকলে মিলে ধরে আটকিয়ে পুলিশকে খবর দেন। বর্তমানে ঘাতকরা পুলিশের হেফাজতে আছেন।

নিহতর চাচা রহমত আলী এ প্রতিবেদককে জানান, জুনেদ আহমদের শশুর বাড়ী একই উপজেলার দোলার বাজার ইউনিয়নের কুর্শি গ্রামে । তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে সৌদিআরবে বসবাস করে আসছিলেন। তার আপন মামাত ভাই ও চাচা সশুরের ছেলে (সালাকে) তিনি নিজেই সৌদিআরবে এনেছিলেন। ঘটনার মুল কারণ এখনও জানা যায়নি ।

নিহত জুনেদ আহমদ লাশ সৌদি আরবের নাজেরানের একটি সরকারি হাসপাতালের মর্গে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *