চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

খালেদ হোসেন টাপু রামু(কক্সবাজার) প্রতিনিধি

রামুতে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় নৌকা বাইচ উদযাপনপরিষদের মতবিনিময়

প্রকাশ: ২০১৯-১০-০২ ০০:১৩:০১ || আপডেট: ২০১৯-১০-০২ ০০:১৩:০৯


খা্লেদ হোসেন টাপু :
রামুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, বরাবরের মত এবারও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সৌজন্যে বাঁকখালী নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৩ অক্টোবর প্রতিযোগিতার শুভ উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। তিনি আরো জানান, প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা অংশ নিচ্ছে। এবারই প্রথম চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিনের নেতৃত্বে ওই এলাকার দুটি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আবুল বশর প্রতিযোগিতা সফলভাবে আয়োজনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা রামুর প্রাচীন ক্রীড়া অনুষ্ঠান। এ প্রতিযোগিতার মাধ্যমে রামু উপজেলা খ্যাতি রয়েছে। তাই এ প্রতিযোগিতার ধারাবাহিক আয়োজন অব্যাহত রাখতে হবে। এবারের প্রতিযোগিতায় শতবছর ধরে এ আয়োজনে ভূমিকা রাখা প্রয়াত ব্যক্তিদের স্মরণে বিশেষ আয়োজনও থাকবে।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে দৈনিক পূর্বকোণ ও দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি নীতিশ বড়ুয়া, দৈনিক সমকাল ও দৈনিক রুপসীগ্রাম প্রতিনিধি খালেদ শহীদ, দৈনিক বাঁকখালী প্রতিনিধি খালেদ হোসেন টাপু, দৈনিক কক্সবাজার এর প্রতিনিধি সোয়েব সাঈদ,দৈনিক মানবজমিন ও দৈনিক আজকের দেশবিদেশ প্রতিনিধি আল মাহমুদ ভূট্টো, দৈনিক হিমছড়ি প্রতিনিধি ওবাইদুল হক নোমান, দৈনিক দৈনন্দিন প্রতিনিধি আবুল কাসেম, দৈনিক আপনকন্ঠের প্রতিনিধি ও কক্সবাজার খবর টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক হাসান তারেক মুকিম, দৈনিক আমাদের কক্সবাজার প্রতিনিধি আবদুল মালেক সিকদার, দৈনিক সমুদ্রকন্ঠের প্রতিনিধি আবুল কাশেম সাগর, দৈনিক সাগরদেশ এর প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক উপস্থিত ছিলেন।

এছাড়া রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৯ উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য নুর আহমদ, সন্তোষ বড়–য়া, জাফর আলম, রোকন উদ্দিন, কামাল উদ্দিন, লিটন বড়–য়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সচিব নিরোদ বরণ পাল উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আরো জানানো হয়, নৌকা বাইচ প্রতিযোগিতায় দুটি বিভাগে মোট ২৬টি নৌকা অংশ নিচ্ছে। অংশগ্রহনকারি নৌকা/নৌ দল সমূহ হচ্ছে :

‘‘ক” বিভাগ :
১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার, উত্তর চাকমারকুল যুব উন্নয়ন সংস্থা, চাকমারকুল, রামু, গর্জনিয়া বাকঁখালী একাদশ,পূর্ব বোমাংখিল, গর্জনিয়া, রামু, খোন্দকার পাড়া একতা যুব সমাজ, ফতেখাঁরকুল, রামু।

চাকমারকুল, কলঘর বাজার, রামু। নওজোয়ান সমিতি পূর্ব রাজারকুল, রামু। ইদ্রিস মাঝি খেলোয়াড় একাদশ, দেয়াংপাড়া, রাজারকুল, রামু। মোহাম্মদ, অফিসের চর, ফতেখাঁরকুল, রামু। পূর্ব খরুলিয়া স্মৃতি ফলক, ঝিলংজা, কক্সবাজার। লম্বরী পাড়া কমিটি, ফতেখাঁরকুল, রামু। সোনার বাংলা খেলোয়াড় একাদশ, পূর্ব মনিরঝিল, কাউয়ারখোপ, রামু। ভাই ভাই সমিতি, পশ্চিম নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু এবংু মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-২, রামু।

‘‘খ” বিভাগ
আশরাফুজ্জামান মাঝি, ১০নং চিরিঙ্গা ইউনিয়ন পরিষদ, চকরিয়া, কক্সবাজার। আবুল কালাম মেম্বার ও সৈয়দুল হক, জিনেরা ঘোনা, দঃ মিঠাছড়ি, রামু। ভাই ভাই কমিটি, উত্তর ফতেখাঁরকুল, রামু। যৌথ বাহিনী, আশকরখিল, জোয়ারিয়ানালা, রামু। দারুচ্ছালাম, পূর্ব রাজারকুল, রামু। নৌকা বাইচ টীম, নয়াপাড়া, রাজারকুল, রামু। পি.এম. খালী ক্রিড়া সংঘ, মহসনিয়া পাড়া, কক্সবাজার।

পূর্ব দ্বীপ ফতেখাঁরকুল একতা সংঘ, রামু। মোঃ শাহ কোম্পানী, নতুন চরপাড়া, দঃ চাকমারকুল-১, রামু। নতুন বাহিনী তালেব মেম্বার, নোনাছড়ি, জোয়ারিয়ানালা, রামু। শাহমদের পাড়া একাদশ, উত্তর চাকমারকুল, রামু। ইয়াং টাইগার স্পোটিং ক্লাব, শ্রীমুরা, উত্তর চাকমারকুল, রামু এবং কামাল শামশুদ্দিন প্রিন্স, চেয়ারম্যান, জোয়ারিয়ানালা ইউপি, রামু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *