চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ৪০ পরিবার নতুন করে ঘর পেল কদলপুর গুচ্চগ্রামের আশ্রয়ণ প্রকল্পে

প্রকাশ: ২০১৯-১০-০৩ ১৪:৪৯:৫০ || আপডেট: ২০১৯-১০-০৩ ১৪:৪৯:৫৮

প্রদীপ শীল, রাউজানঃ

সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধিনে কদলপুরের গুচ্চ গ্রামে লটারি মাধ্যমে ঘর নাম্বার বিতরণ করছে রাউজান উপজেলা প্রশাসন। ৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ঘরের নাম্বার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত সহকারী কমিশনার ভূমি এহেসান মুরাদ, কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তছলিম উদ্দিন চৌধুরী প্রমূখ। জানা যায়, ৪০ উপকারভোগীকে ঘর হস্থান্তর করে সরকারী খাস জায়গায় ঘর তৈরী করেন উপজেলা পরিষদ। অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বলেন, সরকার বাসযোগ্য আবাসন সৃষ্টি করে গৃহহীন মানুষকে স্থায়ী ভাবে বসবাসের সুযোগ্য দিচ্ছে।

এসব বাড়ি বিক্রি করা যাবে না। বিক্রি ও হস্থান্তর দন্ডনীয় অপরাধ। তিনি সকল উপকারভূগীকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *