চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

এম মাঈন উদ্দিন মিরসরাই প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মডেলে ইউসাম প্রস্তুতি পরীক্ষা-২ অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-১০-০৫ ০০:১৮:৫৭ || আপডেট: ২০১৯-১০-০৫ ০০:১৯:০৪

মিরসরাই প্রতিনিধি :

শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশান অব মিরসরাই (ইউসাম) এর নিয়মিত শিক্ষা কার্যক্রম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মডেলে প্রস্তুতি পরীক্ষা-২ অনুষ্ঠিত হয়।

মিরসরাই কলেজ ও জোরারগঞ্জ মহিলা কলেজ দুটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই প্রস্তুতি পরীক্ষায় উপজেলার ৬ টি কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে শান দেয়ার জন্য ইউসাম নিয়মিত এই পরীক্ষার আয়োজন করে থাকে।

পরীক্ষার ফল দ্রুত প্রকাশ করা হবে জানিয়ে ইউসাম সভাপতি ইয়াকুব নবী বলেছেন আগামী ‘প্রস্তুতি পরীক্ষাঃ৩’ ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল পরিদর্শনে আসেন মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফসার ও অন্যন্য শিক্ষকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউসাম জুরি বোর্ডের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম, জুরি সদস্য আরিফুল ইসলাম ও নাহিদ মাহমুদ।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিরসরাইয়ের শিক্ষার্থী ইউসাম সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *