চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে সকল ধর্মের মানুষ পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ- ফজলে করিম এমপি

প্রকাশ: ২০১৯-১০-০৭ ১৩:৩০:১১ || আপডেট: ২০১৯-১০-০৭ ১৩:৩০:৪৪

প্রদীপ শীল, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের বিভিন্ন স্থানে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানের সকল ধর্ম-বর্ণের মানুষ একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। অশুভ শক্তিকে বিনাশ ঘটাতে প্রতি বছর মা দূর্গার আগমন ঘটে । সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

৬ অক্টোবর রোববার সন্ধ্যা থেকে রাত্র ১০টা পর্যন্ত তিনি ৯টি পূজামণ্ডপসমূহে গিয়ে সনাতন ধর্মাবলম্বী নরনারীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে একথা বলেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে এমপির সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডি, আই, জি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী ইকবাল, স্বপন দাশ গুপ্ত, শ্যামল পালিত,শাহ্ আলম চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহম্মদ চৌধুরী, সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সাধারন সম্পাদক সুমন দে, সাবেক সভাপতি এডঃ সমীর দাশ গুপ্ত, এডঃ দিলিপ কুমার চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহাজাহান, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, যু্বলীগ নেতা সাজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, তপন দে, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আশিফ প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *