চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় এক ব্যক্তি গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা

প্রকাশ: ২০১৯-১০-০৭ ২০:১৬:৪২ || আপডেট: ২০১৯-১০-০৭ ২০:১৮:২৬

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে মো. আইয়ুব আলী নামে এক ব্যক্তির উপর গুলিবিদ্ধের ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে তাঁর স্ত্রী জাহিদা বেগম (৪৫) বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর লম্বারবাড়ি এলাকার আবদুস সাত্তারের পুত্র মো. মহসিন (৩৫), তাঁর ভাই মো. হাসান (৪২) এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের মৃত আবদুস সোবহানের পুত্র মো. ওয়াকিল (৫০)সহ অজ্ঞাতনামা আরো ৩ জনকে বিবাদী করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আইয়ুব আলী একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তিনি সম্প্রতি কারাগার থেকে জামিনে আসেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাঈল হোসেন মামলার গ্রহনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ মামলার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে আইয়ুব আলী লালানগর ইউনিয়নের ফকিরাঘোনা থেকে মোটরসাইকেলে করে ধামাইরহাটের দিকে যাওয়ার পথে বেড়িবাঁধ এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এতে তাঁর সমস্ত মুখম-লে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *