চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

খালেদ হোসেন টাপু রামু(কক্সবাজার) প্রতিনিধি

তিনি শুধু মানুষের চিত্তকে শুদ্ধ করেননি, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ছিল অনন্য : বীর বাহাদুর

প্রকাশ: ২০১৯-১০-০৯ ২১:৫১:৪৬ || আপডেট: ২০১৯-১০-০৯ ২১:৫৪:০০

খালেদ হোসেন টাপু,রামু :
‘বৌদ্ধ ধর্মীয় গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথোরো শুধু ভগবান বুদ্ধের বাণী দিয়ে মানুষের চিত্তকে শুদ্ধ করেননি,তিনি ৭১এর মুক্তিযুদ্ধে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, সব সম্প্রদায়ের মানুষের প্রতি মমতাবোধ দেখিয়ে মানুষকে রক্ষা করেছেন। তিনি জীবদ্দশায় মানুষের জন্য যা করেছেন,তাঁর কর্মের কারণে তাঁর প্রতি আজ সর্বস্থরের মানুষের এত শ্রদ্ধা এত ভালোবাসা বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং,এমপি।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারে রামু কেন্দ্রীয় সীমা বিহার প্রাঙ্গনে প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর পেটিকাবদ্ধ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, মানুষের কল্যাণের জন্য,জীবের জন্য,ধর্মের জন্য কি করেন তিনি? আজ তাঁর কর্মই তাঁকে এই আসনে উপনীত করেছে। মৃত্যূর পরে এত মানুষের ভালোবাসা,শ্রদ্ধা, কয়জনে পায়। আজ শুধু তাঁকে একবার দেখার জন্য কত হাজার হাজার মানুষ এখানে ছুঠে এসেছেন,শুধু তাকে শ্রদ্ধা জানানোর জন্য।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এ কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন,শ্রদ্ধেয় গুরু ভান্তে সত্যপ্রিয় মহাথের একজন ধর্মীয় গুরুই ছিলেননা,তাঁর মৃত্যুতে বৌদ্ধ সমাজ একজন বড় অভিভাবককে হারালো। যে শূণ্যতা কোন দিনও পূরণ হবার নয়। এর আগে মন্ত্রী সীমা বিহারে পৌঁছে প্রধানমন্ত্রীর পক্ষে প্রয়াত বৌদ্ধ ধর্মীয়গুরু পন্ডিত সত্যপ্রিয় মহাথেরর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিচারণ অনুষ্ঠান ছাড়াও হাজারো বৌদ্ধ নরনারীর শ্রদ্ধা নিবেদন এবং ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বুধবার (৯ অক্টোবর) বিহার প্রাঙ্গনে মহাসংঘদান,অষ্ট পরিষ্কার দান,ধর্মসভা,অতিথি ভোজন,স্মৃতিচারণ সভা এবং সত্যপ্রিয় মহাথেরোর প্রায় দুই শতাধিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীসহ দিনব্যাপী নানা আনুষ্ঠানের আয়োজন করে রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটি।


বাংলাদেশ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর পক্ষে সত্যপ্রিয় মহাথেরর মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন উপ-সংঘরাজ ধর্মপ্রিয় মহাথেরো ও বাংলাদেশ ভিক্ষু মহাসভার মহাসচিব এস.লোকজিৎ মহাথেরো,চট্টগ্রামনেন্দন কানন বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান সত্যপ্রিয় মহাথেরর শিষ্য প্রিয়রতœ মহাথেরো, ও ভিক্ষু সুনন্দ প্রিয়।

বিশেষ অতিথি ছিলেন,সমাজ কল্যান প্রতিমন্ত্রী মো. শরিফ আহমেদ, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,কানিজ ফাতেমা মোস্তাক,আশেক উলাহ রফিক,কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন,পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মুজিবুর রহমান, ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান সুপ্ত ভূষন বড়ুয়া প্রমুখ।

এছাড়াও অন্যন্যদের মধ্যে রামু কেন্দ্রীয় সীমাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া,সাবেক সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া,অধ্যাপক নীলোৎপল বড়ুয়া প্রমুখ বক্তব্য দেন।
বিকেলে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মরদেহ বিহারের নিচ তলার মন্ডপে সংরক্ষণের জন্য একুশে পদকপ্রাপ্ত রামুর কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের-এর মরদেহ পেটিকাবদ্ধ (কফিনবন্দি) করা হয়েছে।

অনুষ্ঠানে প্রয়াত সত্যপ্রিয় মহাথেরোর বিভিন্ন বিভিন্ন কর্মকান্ডের উপর প্রায় ২০০ আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োন করা হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের অন্তত ৩০ হাজার বৌদ্ধ নরনারী ও দর্শণার্থী অংশ নেন।

উলেখ্য বাংলা-ভারত উপমহাদেশের প্রখ্যাত সাংঘিক ব্যক্তিত্ব,রামু কেন্দ্রীয় সীমা মহা বিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথেরো ৯১ বছর বয়য়ে গত ৩ অক্টোবর দিনগত রাত পৌনে একটার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে পরলোক গমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *