চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

admin

টেকনাফে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র প্রকল্প অবহিতকরণ সভা

প্রকাশ: ২০১৯-১০-৩০ ২০:১২:৪৬ || আপডেট: ২০১৯-১০-৩০ ২০:১৪:১৯

আব্দুল্লাহ মনির, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর উদ্যোগে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।

এ্যাসোসিয়েশন ফর এইড এন্ড রিলিফ- জাপানের সহযোগিতায় ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ বাস্তবায়নাধীন ‘ওয়াশ এন্ড প্রোটেকশন সাপোর্ট প্রোগ্রাম ফর রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প এন্ড হোস্ট কমিউনিটি ইন কক্সবাজার’ প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজের অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান সভাপতিত্ব করেন।

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর ডেপুুটি প্রজেক্ট ম্যানেজার রুমাইয়া চৌধুরী বৃষ্টির শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া সভায় অতিথির বক্তব্য রাখেন এনজিও ফোরামের প্রজেক্ট ম্যানেজার বিথীকা হাজরা, সহযোগী সংস্থা এএআর-জাপানের প্রতিনিধি মিস. সাবিলা, এনজিও ফোরামের ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (ওয়াশ) শহীদুল ইসলাম ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর ইনফরমেশন ম্যানেজম্যান্ট কর্মকর্তা শান্তা সূত্র ধর’র সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সংস্থার কর্মকর্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *