চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা আ.লীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা

প্রকাশ: ২০১৯-১১-০২ ২৩:১৮:২২ || আপডেট: ২০১৯-১১-০২ ২৩:১৮:৩১

ফটিকছড়ি প্রতিনিধি:

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে।

দিবসটি উপলক্ষে ২ নভেম্বর শনিবার বিকেলে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক চৌধুরী।

উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন জেলা আ’লীগনেতা তৌহিদুল আলম বাবু, উপজেলা চেয়ারম্যান এইচ.এম আবু তৈয়ব, উপজেলা আ’লীগনেতা এমদাদুল ইসলাম চৌধুরী, আহমদুর রহমান চৌধুরী, খাইরুল বশর চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আলম সিকদার, আ’লীগনেতা আব্দুসালাম তালুকদার, আব্বাছ উদ্দীন বাদল, আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহ নেওয়াজ, শামসুদ্দীন, আব্দুল মান্নান, মোদাচ্ছের হেসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *