চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

মানবতার মুক্তির অগ্রদূত রাসূল করিম (স.) : ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে বক্তারা

প্রকাশ: ২০১৯-১১-০৭ ১৩:১৭:১৪ || আপডেট: ২০১৯-১১-০৭ ১৩:১৭:২৭

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
রাসূল করিম (স.) পৃথিবীতে আগমন ছিল মানবতার মুক্তির জন্য। মহান আল্লাহর পরিপূর্ণ ধর্ম দ্বীন ইসলামকে রাসূল করিম (স.) এর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানবতার মুক্তির জন্য রাসূল (স.) অগ্রদূত হিসেবে কাজ করেছেন।

পবিত্র কোরআন ও হাদিস শরীফ চর্চার মাধ্যমে দ্বীন ইসলামকে ধরে রাখার জন্য তিনি আমাদের কাছে রেখেগেছেন। মহান রবিউল আউয়াল মাস ও ঈদে মিলাদুন্নবী (স.) পালনের মাধ্যমে দ্বীন ইসলামের অনুসারিদের আলোকিত জীবনের অধিকারী হতে হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আমাদের জন্য মহা নেয়ামত। ১২ দিনব্যাপীব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলের ৯ম দিনে ৬ নভেম্বর ২০১৯ বুধবার জাঁহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফের আয়োজিত মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম নগরীর খতিবেরহাট জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ কারী মাওলানা গোলাম কিবরিয়া আলকাদেরী উপলোক্ত কথাগুলো বলেছেন।

নুরানী এই মাহফিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত, জাঁহাগিরিয়া মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানেশীন হযরতুলহাজ্ব আল্লামা শাহছুফি সৈয়্যদ মোহাম্মদ আলী (মঃজিঃআঃ)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আল্লামা মোহাম্মদ মনজুর আলী, পীরজাদা আল্লামা মোহাম্মদ মতি মিয়া মনছুর, চন্দনাইশ উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস-চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, শাহজাদা মাওলানা আহসান আলী, মোহাম্মদ জসিম উদ্দীন কোম্পানী, আল্লামা মুফতী মুহাম্মদ ইকবাল হোসেন মমতাজী, মাওলানা অলি আহমদ মমতাজী, মোহাম্মদ আবু তৈয়্যব, মাওলানা রেজাউল করিম।

প্রধান বক্তা আল্লামা হাফেজ ক্বারী মুহাম্মদ গোলাম কিবরিয়া আল কাদেরী, মাওলানা মোহাম্মদ রেজাউল করিম মমতাজী, মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান রনি, মাওলানা আহমদ হোসেন, পরিচালনায় মাওলানা রাজিব চৌধুরী মমতাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *