চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় লবণের দাম বৃদ্ধির গুজবে কেনার হিড়িক

প্রকাশ: ২০১৯-১১-১৯ ২৩:০৯:১৯ || আপডেট: ২০১৯-১১-১৯ ২৩:১০:৩৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় লবণের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এমন গুজব সৃষ্টি করে কৃত্রিম দাম বাড়ানো রোধে বাজার পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। তিনি আজ মঙ্গলবার(১৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত রোয়াজারহাট, গোচরা, শান্তির হাট ও চন্দ্রঘোনায় বাজার মনিটরিং করেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, লবণের কৃত্রিম সংকট তৈরি করে যাতে দাম না বাড়ায় সেজন্য বাজারগুলো মনিটরিং করা হচ্ছে। এই সময় লবণের মূল্য বৃদ্ধির কারন নেই। বেশি দামে কেউ লবণ বিক্রি করলে প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে।


লবণের কেজি প্রতি দর ১০০ টাকা ছাড়িয়ে যাবে এমন গুজব ছড়িয়ে পড়ায় রাঙ্গুনিয়ায় হঠাৎ করেই লবণ কেনার হিড়িক পড়েছে। এ আশঙ্কায় অনেকে বাড়তি লবণ কিনে রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *