চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin

O+ রক্তগ্রুপের লিভার ডোনার প্রয়োজন

প্রকাশ: ২০১৯-১১-২৬ ০০:৪৬:০১ || আপডেট: ২০১৯-১১-২৬ ০০:৪৬:১০

ভিনসেন্ট দ্বীপ বাড়ৈ, বয়স ২৭,স্টাফ নার্স বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল ঢাকা, পিতাঃ জন অশোক বাড়ৈ, মাতাঃ সুমিতা বাড়ৈ এর কনিষ্ঠ সন্তান। চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ চন্দ্রঘোনা এলাকার ছোট্ট ১টি গ্রামের সদা হাস্বোজ্বল প্রাণোচ্ছ্বল এক তরুণণ দ্বীপ, সংস্কৃতমনা পরিবারে বেড়ে ওঠা গান পাগল আনন্দপ্রিয় একজন যুবক। আজ তার পরিবারের কারো মুখে নেই আনন্দের ছিঁটেফোটা। দূরারোগ্য ‘উইলসন ডিজিজ’ এ তার লিভার নস্ট হয়ে গেছে, বাচাঁতে হলে প্রয়োজন লিভার ট্রান্সপ্ল্যান্ট।

তাকে বাঁচাতে কেবল আর্থিক অনুদানই নয়, আরও গুরুত্বপূর্ণ যা প্রয়োজন তা হলো একটি সুস্থ লিভারের অংশবিশেষ; একজন শারীরিক ভাবে সুস্থ, অধূমপায়ী লিভার দাতাই পারে দ্বীপের নিভুনিভু জীবন প্রদীপ আবারো জ্বালাতে।

উল্লেখযোগ্য যে, সামগ্রিক চেকাপের পর দাতার লিভারের একটা নির্দিষ্ট অংশই কেবল ট্রান্সপ্লান্ট করা হবে দ্বীপের শরীরে, এতে দাতার কোনরকম শারীরিক সমস্যা সম্মুখীন হতে হবেনা; কেননা সৃষ্টিকর্তার অপার কৃপায় আমাদের লিভার/কলিজা অর্ধেক কেটে ফেলা হলেও ২-৩ মাসের মধ্যে তা আবারও স্বয়ংক্রিয়ভাবে পূর্ণরূপ ধারণ করে লিভার সেল ডিভিশন প্রসেসের মাধ্যমে এবং এটা মেডিকেলী প্রমাণিত বলেই বিশ্বজুড়ে স্বেচ্ছায় লিভার ডোনেট করছে শতো শতো মানুষ।

অতএব, যদি O+ রক্তগ্রুপের অধূমপায়ী, মেডিকেলী সুস্থ কেউ স্বেচ্ছায় লিভার ডোনেট করতে আগ্রহী হোন, আমাদের সাথে যোগাযোগ করুন; আপনার এই দানের বিনিময় কোন অর্থে সম্ভব নয়, তবুও আলোচনা সাপেক্ষে আমরা আপনাকে যথাযোগ্য মূল্যায়ন করবো।

যোগাযোগ
সুমিতা বাড়ৈ (মাতা) – ০১৭৯৩২৮৫৯২২
এস এম ইকরাম হোসাইন – ০১৮২৭২৭৯৭৪৭
মোঃ জসিম উদ্দিন – ০১৮২৯৩২৩০৩০
মোঃ মাসুদ উজ জামান – ০১৮৫৫৫১১১১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *