চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin

চকরিয়ায় জ্ঞানের আলো ছাত্র সংগঠন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশ: ২০১৯-১২-০২ ২১:২৪:০১ || আপডেট: ২০১৯-১২-০২ ২১:২৪:৪৭


আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া:
চকরিয়া পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশকাটার জ্ঞানের আলো ছাত্র সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশের লক্ষে দরবেশকাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৯ নভেম্বর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি পরীক্ষায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮০ জন শিক্ষার্থী অংশ নেন। ১ডিসেম্বর সংগঠনটি এ মেধাবৃত্তি পরীক্ষার আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।


ট্যালেন্টফুল: ১৭০, ২০৯, ১১৪, ৩৬২, ৩২৫,১১১, ২৬২, ১৯১, ১৩৬, ২৩৫, ৩১৩, ১৭৬, ১৭৭, ২১৫, ২১৮, ১০২, ১০৫, ১০১, ১৭৫, ২৬০, ৩৯০, ২৫২, ৩৫১, ৩৫২, ৩৫৩।


সাধারণ গ্রেড: ২০৮, ২৫৭, ১৭৪, ১৮১, ৩৪৪, ৩২৭, ৩৮৯, ১২৬, ৩২০, ১১৮, ৩৮০, ১১২, ২২৭, ২২৮, ১১৫, ৩২৯, ৩২১, ১৪০, ১৩৫, ১২৯, ১৪১, ১৩৯, ১৩৮, ১৪৮, ৩৭৩, ১৩৭, ১৩৪, ৩৭৪, ৩৭১, ৩৭২, ১৬০, ২২১, ২২২, ২১৬, ২১৪, ২৭৮, ৩৮২, ২১৭, ২৭৩, ২৭৫, ২৭৪, ২২০, ৩৬৬, ৩৬০, ২০১, ২০২, ১৭১, ১০৬, ২৫৮, ২৬১, ৩৩২, ২৯৬, ১৭২, ২৫৪, ২৫৫, ২৫১, ২৪৬, ১৯৪, ১৯৩, ৩৮৩, ৩৮৬, ২৩৯, ২৩৬, ২৯৮, ৩০৫, ৩০৯ ও খালেদ হোছাইন (লিটল জুয়েলস স্কুল)।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে শাহীন মোস্তফা শিউলী। রোল ১৭০ (প্রাপ্ত নম্বর-৯২%)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *