চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

জেদ্দায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আহত লোহাগাড়ার আলমগীরকে আর্থিক সহযোগিতা করলেন-লোহাগাড়া প্রবাসী সমিতি

প্রকাশ: ২০১৯-১২-০৩ ১০:৩০:০৬ || আপডেট: ২০১৯-১২-০৩ ১০:৩০:১৩

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সাম্প্রতিক সময়ে সৌদি আরবের জেদ্দা নগরীর বোবাদি বোরকা কারখানায় ঘুমন্ত অবস্থায় গ্যাস সিলিন্ডার বিস্ফারণে গুরুতর আহত কিং আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী মুহাম্মদ আলমগীরের হাতে চিকিৎসার জন্য প্রথম আর্থিক সহযোগিতা করলেন-লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব।

গত ২-ডিসেম্বর সোমবার রাত সাড়ে নয়-টার সময় জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালের বার্ট ইউনিটি চিকিৎসাধীন মুহাম্মদ আলমগীরের নিজ হাতে এ নগদ অর্থ তুলে-দেন।


এ সময় চিকিৎসাধীন আলমগীরের পাশ্বে-ছিলেন শুরুতে থেকে শেষ পর্যন্ত জিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন-পদুয়ার কৃতি সন্তান মোসেলেম উদ্দিন মোসেলেম।

অগ্নিদগ্ধ জেদ্দা প্রবাসী মুহাম্মদ আলমগীরকে নগদ অর্থ তুলে দেবার সময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরব ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ-কুতুব উদ্দিন ও সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।
লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরী, যুগ্ম-আহবায়কমোঃ- লোকমান হাকিম, আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শহিদ ও ফরহাদ হোসেন রেজা।

গ্যাস সিলিন্ডার বিস্ফরণে গুরুতর আহত জেদ্দা কিং আবদুল আজিজ হাসপাতালের বার্ট ইউনিটি চিকিৎসাধীন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়া-পাড়া নিবাসী আলী আহমদের পুত্র-
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন-ছাত্র অগ্নিদগ্ধ প্রবাসী মুহাম্মদ আলমগীর।


আলমগীর র্দীঘ দুই মাস আইসিউতে ছিলেন।
তিনি-অনেকটা সুস্বর পথে সবার সহযোগিতা ও দোয়া চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *