চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

ফারুক খান তুহিন

বান্দরবানে হত-দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আলোর দিশারী’ সংগঠন

প্রকাশ: ২০১৯-১২-০৭ ২১:২৫:০১ || আপডেট: ২০১৯-১২-০৭ ২১:৫৯:১৬

প্রেস বিজ্ঞপ্তি, বীর কন্ঠ : বান্দরবাস জেলা সদরের সুয়ালকে হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আলোর দিশারী একতা সংঘ নামক একটি সামাজিক সংগঠন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সুয়ালক ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

সংগঠনের আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুয়ালক ইউপি চেয়ারম্যান বাবু উক্যনু মারমা। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, শ্রমিক নেতা হারুনুর রশিদ, সুয়ালক ইউপি সদস্যা রিনা বেগম, ইউপি সদস্য আব্দুস সবুর, সাবেক যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জল হোসেন খান জনি, সাংবাদিক ফারুক খান তুহিন, সংগঠনের উপদেষ্টা এনজিও কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ।

সংগঠনের সহ-সভাপতি ইসমাঈল এইচ এহসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, “তরুণদের সমন্বিত প্রচেষ্টায় আমরা যেমন লজ্জিত তেমনি অনুপ্রানিত। তরুণরা মানুষের পাশে এসে দাঁড়ালে সমাজ বদলে যাবে”।

উল্লেখ্য যে, বান্দরবানে তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা করতে ব্যক্তি উদ্যোগে ৫০ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সুয়ালক ইউনিয়নে দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটির সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *