চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশ: ২০১৯-১২-০৮ ০০:০১:৩০ || আপডেট: ২০১৯-১২-০৮ ০০:০৫:০৬

লোহাগাড়া অফিস :

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছে। আজ শনিবার (৭ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে  এ ঘটনাটি ঘটে। নিহত কৃষকের নাম নুরুল ইসলাম(৩৫) । সে উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব মাইজবিলা এলাকার মৃত আবদুস সোবাহানের ছেলে।

চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, রাতে লোকালয়ের ধানক্ষেতে ১০/১২ টি হাতির পাল হানা দেয়।

এ খবর ছড়িয়ে পড়লে নুরুল ইসলামসহ বেশকয়েকজন কয়েকজন হাতি তাড়ানোর কৌশল অবলম্বন করে। এতে হাতি ক্ষিপ্ত হয়ে তাদের উপর আক্রমণ করে। এতে অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও নুরুল ইসলাম পালিয়ে যেতে ব্যর্থ হয়। একপর্যায়ে হাতির পায়ের পিষ্ঠ হয়ে সে মারা যায়।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আব্দুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের ৩টি টিম গিয়েছে। এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *