চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

অধিক মূনাফার জন্য অবৈধ ঔষধ বিক্রি করলে কাউকে ছাড় দেবো না- জোনায়েদ কবির

প্রকাশ: ২০১৯-১২-০৯ ১৭:৩৯:২৩ || আপডেট: ২০১৯-১২-০৯ ১৭:৩৯:৩৩

প্রদীপ শীল, রাউজানঃ

চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে রাউজান কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সহযোগিতায় এন্টিবায়োটিক অপব্যবহার রোধ, নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও আন রেজিষ্ট্রার্ড ঔষধ প্রতিরোধে গন জনসচেতন মূলক মত বিনিময় সভা এ কে এম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর সোমবার সকালে এই উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে তারা।র‍্যালীটি রাউজান উপজেলা সদর প্রদক্ষিণ করে মতবিনিময় সভায় অংশ নেন। দুপুরে রাউজান কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মোহাম্মদ তছলিম উদ্দীনের সভাপতিত্বে জন সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। রাউজান কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক প্রসুন দাশ গুপ্ত দোলন ও যুগ্ম সম্পাদক সুবীর শীলের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন রাউজান কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উপদেষ্টা রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দীন পারভেজ প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ঔষধ ব্যবসায়ী বিকাশ দাশ গুপ্ত, উজ্জ্বল দাশ গুপ্ত, মহিবুল আলম, কে এম মতিন, লক্ষী কান্তি চৌধুরী, টিপু দেব নাথ, খালেদ আনোয়ার, অমর মহাজন ,সাধন তালুকদার, মন্টু দে, মোস্তাক আহম্মেদ, লিটন শর্মা, মৃদুল কান্তি দে, ডাঃ এয়াকুব, মৃদুল কান্তি নাথ, টিংকু চৌধুরী, ডাঃ কামরুল, মোহাম্মদ শফিক প্রমুখ।

প্রধান অতিথি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, মেয়াদ উর্ত্তীণ, ভেজালযুক্ত ঔষধ মানব দেহের অত্যান্ত ক্ষতিকারক। এসব ঔষধ দোকানে রাখা ও বিক্রয় অন্যায়। বৈধ ঔষধ ছাড়া অন্যকোন ঔষধ রাখা যাবে না। অতিরিক্ত মূনাফার জন্য যারা অবৈধ ঔষধ বিক্রি করলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা কাউকে ছাড় দেবো না। তিনি মানুষের জীবণ রক্ষায় মেডিসিন ব্যবসায়ীদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহব্বান জানান। অনুষ্ঠান শেষে ঔষধ ব্যবসায় জনকল্যাণে অবদানের জন্য সম্মাননা ক্রেষ্ট প্রাদাক করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *