চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

প্রকাশ: ২০১৯-১২-১৪ ১৭:০১:২৮ || আপডেট: ২০১৯-১২-১৪ ১৭:০১:৩৫


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২০ জনকে ক্ষতিপূরণের ৭ লাখ ৬৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সার্সন রোডের ভূমিমন্ত্রীর বাসভবনে এসব চেক হস্তান্তর করা হয়। চট্টগ্রাম বন বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এ চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী,সাধারণ সম্পাদক এম এ মালেক,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি,চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মো.ইয়াছিন নেওয়াজ চৌধুরী,জলদী অভয়ারণ্য রেঞ্জ বন কর্মকর্তা আনিসুজ্জামান,জীববৈচিত্র্য কর্মকর্তা নুর জাহান মিলকী,দীপান্বিতা ভট্টাচার্য্য,বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *