চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৪ মে ২০২৪

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

নানা আয়োজনে খাগড়াছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

প্রকাশ: ২০১৯-১২-১৪ ২১:৩১:৫৮ || আপডেট: ২০১৯-১২-১৪ ২১:৩২:১৩

খাগড়াছড়ি,প্রতিনিধি :

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা আর নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াাছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে জাতীয় ও দলীয় এবং কালো পতাকা উত্তোলন শেষে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হলে অবস্থিত বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী সাংসদ বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, শতরূপা চাকমা, পার্থ ত্রিপুরা জুয়েলসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা সহ আওয়ামী লীগের অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকেও শোক র‌্যালি আলোচনা সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *