চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে নিয়োগদাতা অনুমতি ছাড়া পাসপোর্ট রাখলে দু’হাজার রিয়াল জ’রিমানা

প্রকাশ: ২০১৯-১২-১৪ ২১:৩৫:১৪ || আপডেট: ২০১৯-১২-১৪ ২১:৩৫:২১

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

সৌদি আরবে অনুমতি ছাড়া কোম্পানীর মালিক বা নিয়োগদাতা তার কোন বিদেশী শ্রমিকের পাসপোর্ট তার নিজের কাছে রাখতে পারবে না। খালিদ আবা আল-খলিল নামে সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেছেন।

আর যদি কোন বিদেশী শ্রমিক তার পাসপোর্ট নিয়োগদাতার কাছে নিজের ইচ্ছায় রাখতে চায় সেক্ষেত্রেও লিখিত প্রমাণ রাখতে হবে। সেটা আরবীতে এবং ঐ বিদেশী শ্রমিকের নিজের ভাষায় লিখিত থাকতে হবে যেখানে তারিখসহ উল্লেখ থাকবে যে, নিয়োগদাতা তার পাসপোর্টটি গ্রহণ করেছেন।

শ্রমিকের সম্মতি ছাড়া কোন পাসপোর্ট নিজের কাছে না রাখতে নিয়োগদাতাদের আহবান জানিয়েছেন আবা আল-খলিল। আর রাখলে শ্রম আইন অনুযায়ী জরিমানা গুনতে হবে। প্রত্যেক ঘটনা বা প্রত্যেক পাসপোর্টের ক্ষেত্রে এই জরিমানার পরিমাণ ২০০০ সৌদি রিয়াল।

তিনি বলেছেন, মন্ত্রণালয় উভয়পক্ষের মধ্যে একটা চুক্তিভিত্তিক সম্পর্ক বজায় রাখতে চায় এবং উভয়পক্ষেরই অধিকার এবং কর্তব্যের বিষয়গুলো নিশ্চিত করতে চায়। এর মাধ্যমে সৌদির শ্রম বাজারে স্থিতিশীলতা এবং ভালো কাজের পরিবেশ তৈরি হবে। এর ফলে উৎপাদনশীলতা বাড়বে এবং সৌদির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *