চট্টগ্রাম, , শনিবার, ১৮ মে ২০২৪

admin

টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশ: ২০১৯-১২-২০ ০০:০৯:০১ || আপডেট: ২০১৯-১২-২০ ০০:০৯:০৯

আব্দুল্লাহ মনির,টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল করিম নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। সে হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আব্দু সালামের ছেলে।

আজ বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে স্থলবন্দর সংলগ্ন নাফনদের তীরে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে একটি অস্ত্র ও দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

টেকনাফস্থ র‍্যাব-১৫, সিপিসি-১ এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, স্থলবন্দর সংলগ্ন পাহাড়ের আস্তানায় স্বশস্ত্র ডাকাত দল সংঘঠিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছুড়ে।

পরে আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি চালালে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জা শাহেদ মাহতাব আরো জানান, নিহত রোহিঙ্গা একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতা ও অপহরণের চারটি মামলা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *