চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

সৌদিতে সূর্যগ্রহণের নামাজ আদায়ে সরকারি নির্দেশনা

প্রকাশ: ২০১৯-১২-২৬ ১৩:০৯:৩৬ || আপডেট: ২০১৯-১২-২৬ ১৩:০৯:৪২

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ ২৬–ডিসেম্বর বৃহস্পতিবার সকালে। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’। গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখাবে।

বৃহস্পতিবার সৌদি আরবে সূর্যগ্রহণ উপলক্ষ্যে সারা দেশের প্রতিটি এলাকায় সরকারের পক্ষ থেকে সালাতুল কুসুফ তথা সূর্যগ্রহণের দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের আদেশ জারি করা হয়েছে।

হারামাইন শরিফাইনেও যথারীতি এ নামাজ হবে সম্ভাব্য সকাল (স্থানীয়) সময় সকাল৭ টায়। মসজিদে হারামে এ নামাজে ইমামতি করবেন নবনিযুক্ত ইমাম শায়খ ইয়াসির বিন রাশেদ দোসারি ও মসজিদে নববীতে শায়খ আলী আল-হুজায়ফি হাফিযাহুমাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *