চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

admin

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

প্রকাশ: ২০১৯-১২-২৮ ২০:২১:৪৬ || আপডেট: ২০১৯-১২-২৮ ২০:২১:৫৫

চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।


গত ২৭ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টা হতে ২৮ ডিসেম্বর (শনিবার) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেফতারকৃত জিআর মামলার আসামিরা হলো উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিম এলাহাবাদ আব্দুল মাবুদ ছেলে মোজাম্মেল হক(৪৫) , মোজাম্মেল হকের বউ শামিমা আক্তার(৩২), বরমা ইউপি ৪নং ওয়ার্ডের দক্ষিণ বাইনজুরী নাজু মিয়ার ছেলে মোঃ রাসেল(২৩), হাশিমপুর ইউপি সৈয়দাবাদ গ্রামের আব্দুল করিম ছেলে আবুল কালাম(৪২), চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া গ্রামের মরহুম ডাক্তার আহম্মদ কবির চৌধুরী ছেলে মোঃ এহসানুল হক(৫০), হাশিমপুর ইউপি এ/পি-সৈয়দাবাদ গ্রামের আইয়ুব আলী ছেলে মোঃ আলী আকবর(২০) ও দোহাজারী পৌরসভাধীন দিয়াকুল মাষ্টার ঘোনায় কবরস্থানের জায়গা দখল-বেদখলকে কেন্দ্র করিয়া দু-পক্ষের সংঘর্ষে লিপ্ত হওয়ায় ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক দোহাজারী পৌরসভা ৮নং ওয়ার্ডে দিয়াকুল মাষ্টার ঘোনা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে নুরুল মোস্তফা প্রঃ গুরাইয়া(২৬), মৃত ইয়াকুবের বউ বানু(৩৫), মৃত সামসুদ্দিনের বউ রহিমা আক্তার(৩৫), মৃত সামসুদ্দিনের কন্যা উর্মি আক্তার(১৬), মৃত আব্দুল খালেকের বউ লায়লা বেগম(৫০), মৃত বজল আহমদের ছেলে আকতার হোসেন(৪০), মৃত আমিন শরীফ কমান্ডারের ছেলে মোঃ মিজান(২৯), হাবিবুর রহমানের ছেলে রমজান আলী(২৫) , আবুল কাশেমের ছেলে সামশুল আলম(২৮), মৃত শাছুমিয়ার ছেলে নুর শফি(৫০) ও মৃত কাজী নজু মিয়ার ছেলে মাঃ নুরুল আজিম(৪৫) ।


বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্ত্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *