চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

রাঙ্গুনিয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য উৎপাদন কৌশল প্রশিক্ষণ

প্রকাশ: ২০২০-০১-০৪ ২০:১৮:৪১ || আপডেট: ২০২০-০১-০৪ ২০:১৯:৪৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য উৎপাদনের কৌশল ও সংরক্ষন বিষয়ক প্রথম ব্যাচের দুইদিনব্যাপী প্রশিক্ষণ শনিবার (৪ জানুয়ারি) শুরু হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) সহায়তায় প্রশিক্ষণ শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন কোর্স সমন্বয়ক ও উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটটর(ইউডিএফ) ঝিনু চাকমা প্রমুখ।

দুইদিনের প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন। সোমবার (৬ জানুৃয়ারি)ও পরদিন মঙ্গলবার ২য় ব্যাচের দুইদিনের প্রশিক্ষণেও ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *