চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

মুনিরিয়া যুব তবলীগ নিষিদ্ধ ও মুনিরুল্লাহকে গ্রেফতারের দাবীতে উত্তাল রাউজান

প্রকাশ: ২০২০-০১-১৯ ১৯:২২:১৩ || আপডেট: ২০২০-০১-১৯ ১৯:২২:২২

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে মুনিরিয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধের দাবীতে ও ভন্ডপীর মুনিরুল্লাহকে গ্রেফতারের দাবীতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ সমাবেশ হয়েছে।

১৯জানুয়ারি রোববার বিকালে রাউজান সদর মুন্সিরঘাটাস্থ রাউজানের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে হাজার হাজার জনতা, আলেম ওলাম, ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামীলীগের নেতা কর্মীরা অংশ নেন।

বিকাল সাড়ে চারটা দিকে বিক্ষুব্ধ জনতা রাউজানের চচট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় মহা সড়কের হাজার হাজার গাড়ি আটকা পড়ে। প্রায় চার ঘন্টা অবরোধ রাখার পর পুলিশ প্রশাসনে অনুরোধে রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুইটি সমাবেশ থেকে প্রশাসনে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে ভন্ডপীর মুনিরুল্লাহকে গ্রেফতারের আল্টিমেটাম দেয়া হয়।

রাউজান উপজেলা যুবলীগের সভাপতি মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আসাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইমলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন,আওয়ামীলীগ নেতা জানে আলম জনি সাইফুল ইসলাম চৌধুরী রানা, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন,মুক্তিযোদ্ধা চেয়ারম্যান শফিকুল ইমলাম, বি এম জসিম উদ্দিন হিরু, তছলিম উদ্দিন চৌধুরী,মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, শওকত হাসান,আ ব্দুল লতিফ, নুরুল আমিন, শ্রমিক নেতা ইউনুছ, মাওলানা খোরশেদুল আলম, মুছা আলম খাঁন চৌধুরী, এস এম মহিবুল্লাহ্, স্বেচ্ছাসেবক লীগনেতা শওকত হোসেন, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী, হাসান মোহাম্মাদ রাসেল, জিয়াউল হক রোকন, আব্দুল্লাহ্ আল্ মাসুদ, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমাদ মাসুদ, সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, তানভীর চৌধুরী, সাবের, নাছির উদ্দিন, আরমান সিকদার,ফয়সাল মাহমুদ প্রমুখ।

পরে মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজের নেতৃত্বে বের বিক্ষোভ মিছিল বের করে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মুন্সিরঘাটা হয়ে জলিল নগর বাস ষ্টেশানে গিয়ে শেষ করেন।

এসময় চট্টগ্রাম শহর ও রাঙ্গামাটি গামী যাত্রীবাহী বাস ও ছোট বড় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। উল্লেখ গত বছরের ১৭ এপ্রিল মুনিরিয়া বিরোধী আন্দোলন শুরু করে সচেতন সাধারণ জনগনের ব্যাণারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *