চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

অবরোধে রাউজান কার্যত অচল- গহিরায় বিশাল বিক্ষোভ সমাবেশঃ প্রশাসনের আশ্বাসে আন্দোলন স্থগিত

প্রকাশ: ২০২০-০১-২০ ১৫:৩১:২৯ || আপডেট: ২০২০-০১-২০ ১৫:৩১:৩৮

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে মুনিরিয়া যুব তবলীগ কমিটি নিষিদ্ধের দাবীতে ও ভন্ডপীর মুনিরুল্লাহকে গ্রেফতারের দাবীতে দ্বিতীয় দিনের মতো সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ সমাবেশ হয়েছে।

২০ জানুয়ারি সোমবার সকাল ১১টায় গহিরা চৌমুহনী ও রাউজান সদর এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে হাজার হাজার জনতা, আলেম ওলাম, ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামীলীগের নেতা কর্মীরা অংশ নেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা রাউজানের চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় মহা সড়কের হাজার হাজার গাড়ি আটকা পড়ে। প্রায় আড়াই ঘন্টা অবরোধ রাখার পর উপজেলা প্রশাসনের অনুরোধে দুপুর ১টার দিকে মুনিনিয়া বিরোধী কর্মসূচী স্থগিত করা হয়।

জনদুর্ভোগ চিন্তা করে মুনিরিয়া বিরোধী আন্দোলনের মূখপাত্র উপজেলা যুবলীগের সভাপতি প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ গৃহীত আন্দোলন স্থগিত ঘোষনা করেন। কর্মসূচী চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও উপজেলা সহকারী কর্মকর্তা উপস্থিত হয়ে আন্দোলনকারীদের আশ্বাস দিয়ে বলেন শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচী নাগরিক অধীকার।

কেউ অন্যায় করলে প্রশাসন যথাযত ব্যবস্থা নিবে। মুনিরিয়ার ব্যাপারে সরকারী সব সংস্থা অবগত আছে। আপনারা স্মারক লিপি দিলে আমি প্রধানমন্ত্রী বরাবরে পাঠিয়ে দিবো। আইনী ব্যবস্থায় সকল সমস্যাদি সম্ভব হবে। তিনি রাউজানের শান্তিপ্রিয় জনতাকে আন্দোলন স্থগিত করার আহবান জানান। নির্বাহী কর্মকর্তার প্রতিশ্রুতি পর যান চলাচল স্বাভাবিক হয়। জেলা আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর কাজী ইকবালের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলুর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি মুনিরিয়া বিরোধী আন্দোলনের মুখপাত্র জমির উদ্দিন পারভেজ।

প্রধান বক্তা ছিলেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইমলাম, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, আওয়ামীলীগ নেতা পৌর কাউন্সিলর জানে আলম জনি, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ, পৌর কাউন্সিলর শওকত হাসান, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন, দপ্তর সম্পাদক হাসান মোহাম্মাদ রাসেল, আওয়ামীলীগ নেতা মুছা আলম খাঁন চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, আব্দুল্লাহ্ আল্ মাসুদ, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমাদ মাসুদ, অনুপ চক্রবর্তী, মোহাম্মদ আসিফ, তানভীর চৌধুরী, সাবের, নাছির উদ্দিন, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ। উল্লেখ্য যে, গত বছরের ১৭ এপ্রিল মোহাম্মদ পুর এলাকায় আওয়ামীলীগ নেতা মোজ্জাম্মেল হকের উপর মুনিরিয়ার উশৃঙ্খল লোকজন কর্তৃক হামলা হলে মুনিরিয়া বিরোধী আন্দোলন শুরু করে সচেতন সাধারণ জনগনের ব্যানারে।

অতীত অপকর্মের অভিযোগ এনে এসময় মুনিরিয়ার পীর মুনিরুল্লহর বিরুদ্ধে ১৭ মামলা হয় রাউজান থানায়। চলতে থাকে মুনিরিয়া বিরোধী দুর্বার আন্দোলন। টানা আন্দোলন চলার পর কয়েক মাস আন্দোলন অনেকটা সীমিত হয়ে আসে। সম্প্রতি বায়েজিদ গাউছুল আজম সিটিতে মুনিরিয়ার বিভিন্ন কর্মসূচিতে পীর মুনিরুল্লহর অংশ নেয়ার সংবাদে উত্তাপ্ত হয়ে উঠে রাউজানের রাজপথ।

২০ জানুয়ারী পীর মুনিরুল্লাহ বায়েজিদ সিটিতে একটি মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। আন্দোলনকারীরা ঐ মাহফিল থেকে মনিরুল্লাহকে গ্রেফতারের দাবি নিয়ে মাঠে নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *