চট্টগ্রাম, , শুক্রবার, ১০ মে ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রমের নতুন কমপ্লেক্সের হুথুর ও গীতাযজ্ঞ ৩১জানুয়ারী

প্রকাশ: ২০২০-০১-২৮ ১৬:৩৩:০৫ || আপডেট: ২০২০-০১-২৮ ১৬:৩৩:১৪

প্রদীপ শীল, রাউজানঃ

ঢেউয়াপাড়া শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে সারাদিন ব্যাপী মহানাম গীতাযজ্ঞ ও মহা প্রসাদ বিতরণ করবে সেবাশ্রম পরিচালনা পরিষদ।

আগামী ৩১ জানুয়ারী শুক্রবার মন্দিরের নতুন কমপ্লেক্সের ভিত পুজা (হুথুর প্রদান) উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সকাল ৯টায় জগন্নাথ দেবদেবীর পুজা ও বাল্যভোগ প্রদান, সকাল ১০টায় মহানাম গীতাযজ্ঞ শুরু, ১২টায় ভিত পুজার হুথুর প্রদান, দুপুর ১টায় মহা প্রসাদ বিতরণ, বিকাল ৪টায় গীতাযজ্ঞের পূর্ণাহতি, বিকাল ৫টায় নগর কীর্তন সহকারে জগন্নাথ দেবদেবীর অস্থায়ী আশ্রম লোকনাথ ধামে গমন অনুষ্ঠান।

মহানাম গীতাযজ্ঞের পুরোহিত করবেন সীতাকুণ্ড মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। উক্ত অনুষ্ঠানে সনাতনী ভক্ত মন্ডলীসহ সবাইকে যথাসময়ে অনুষ্ঠান মালায় অংশ গ্রহন ও সেবাশ্রম পরিচালনা কমিটি সকল নেতৃবৃন্দ, ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ঢেউয়াপাড়া শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক টিপু কান্তি দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *