admin
প্রকাশ: ২০২০-০১-২৯ ১৩:২৩:১০ || আপডেট: ২০২০-০১-২৯ ১৩:২৩:১৯
বর্তমান সময়ে
চ্যাটিং আছে কথা নেই
মেইল আছে চিঠি নেই !
গেইম আছে খেলা নেই
মোবাইল আছে শিক্ষা নেই !
দোকান আছে ক্রেতা নেই
চ্যানেল আছে খবর নেই !
সিরিয়াল আছে গল্প নেই
পরিবার আছে বন্ধন নেই !
গান আছে সুর নেই
প্রেমিকা আছে প্রেম নেই!
শুন্য থেকে শুরু
শুন্য থেকে শুরু আবার শুন্য হবে শেষ
মধ্যে শুধু রয়ে যাবে ভাল-মন্দের রেষ!
আমার আমার করি সবাই
আমার বলে নাই কিছু নাই!
দুই দিনের এই মায়ার খেলায়
কেউ বা হারায় কেউ বা জিতায়!
খেলার শেষে সবাই সমান
রইবে শুধু তোমার জয়গান!
সবাইকে করি মান্য করিনা কোন বিদ্বেষ
শুন্য থেকে শুরু আবার শুন্য হবে শেষ!