চট্টগ্রাম, , বুধবার, ১৫ মে ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশ: ২০২০-০১-৩১ ২২:২৯:৪৭ || আপডেট: ২০২০-০১-৩১ ২২:২৯:৫৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ :

কক্সবাজার-টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল নাসের(৩০) নামে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, দুইটি গুলির খালি খোসা ও ৬৬ হাজার ৯১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী হলেন, উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৮ নম্বর ব্লকের, ইস্ট বি-২৬ এর মো: জাকেরের ছেলে ।

র‌্যাবের ১৫ সিপিপি-২ হোয়াইক্যং ক্যাম্প ইনর্চাজ সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, শুক্রবার ভোর রাতে মাদক পাচারের খবরে র‌্যাবের একটি বিশেষ টহলদল কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মনতলিয়া পুরান পাড়া এলাকায় চেকপোস্ট বসায়।

এসময় ৪/৫ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ইয়াবা কারবারিরা গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। পরে নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলে জানায় র‌্যাব কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *