চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় স্বাস্থ্য সহকারীদের প্রশিক্ষণ বর্জন

প্রকাশ: ২০২০-০২-০১ ১৯:০৫:০৮ || আপডেট: ২০২০-০২-০১ ১৯:০৫:১৫


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারায় হাম রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন প্রশিক্ষণ বর্জন করেছে স্বাস্থ্যকর্মীরা।

স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতনস্কেলের দাবিতে গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরাও একযোগে প্রশিক্ষণ বর্জন করেন।

আনোয়ারা উপজেলা হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো.মিজান উদ্দিন জানান,১৯৯৮ সালে সরকার ঘোষিত স্বাস্থ্য সহকারীদের বেতনস্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদার বাস্তবায়ন এখনো করা হয়নি।

এ লক্ষ্যে প্রশিক্ষণ বর্জনসহ আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *