চট্টগ্রাম, , মঙ্গলবার, ১৪ মে ২০২৪

admin

অভিযোগ পেয়ে জুয়ার সরঞ্জামাদি গুড়িয়ে দিলেন ইউএনও

প্রকাশ: ২০২০-০২-০৬ ১১:০০:১৫ || আপডেট: ২০২০-০২-০৬ ১১:০০:২২

রাঙ্গুনিয়া,(চট্টগ্রাম) প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় ফেসবুকের মাধ্যমে মেলায় জুয়ার আসরের অভিযোগ পেয়ে রাতে গিয়ে জুয়া খেলা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁও এলাকায় ওরশ উপলক্ষে আয়োজিত মেলার জুয়ার আসরে অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

তবে অভিযান চালানোর আগে জড়িতরা সটকে পড়ে। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ।

ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরশের মেলায় জুয়া খেলা চলার খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ নিয়ে অভিযান চালানো হয়।

তবে এই সময় কাউকে পাওয়া যায়নি। জুয়ার জন্য বসা সরঞ্জামাদি জব্দ করে নষ্ট করে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *