চট্টগ্রাম, , শুক্রবার, ১৭ মে ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে মুজিব শতবর্ষ উদযাপনে কাউন্টডাউন উদ্বোধন করল বিজিবি

প্রকাশ: ২০২০-০২-০৮ ১৯:২১:৫৪ || আপডেট: ২০২০-০২-০৮ ১৯:২২:০১

আব্দুল্লাহ মনির, টেকনাফ :

টেকনাফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনের ক্ষণগণনার (কাউন্টডাউন) উদ্বোধন করেছেন বিজিবি।

৮ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে টেকনাফ পৌরভাস্থল ষ্টেশনে ঝর্না চত্বরে প্রধান সড়কের পাশে ফিতা কেটে ক্ষণগণনা (কাউন্টডাউন) ফলক উদ্বোধন করেন টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান পিএসসি।


এসময় উপস্থিত ছিলেন, এসময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম, টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন অফিসার মেজর রহুল আছাদ ও কোয়াটার মাস্টার (এডি) নুরুল হুদা প্রমুখ

বিজিবির অধিনায়ক ফয়সল হাসান খান বলেন, ‘মুজিব বর্ষে সীমান্তে চোরাচালান ও মাদক বন্ধের শপথ নিয়ে কাজ করছি আমরা। একিই সাথে দেশ গঠনে, সকল জনকল্যণ মূলক কাজে ভূমিকা রাখবে বিজিবি। তবে এতে সবার সহযোগিতা দরকার।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির জনক। এই জাতির জনকের ২০২০ সালের বছরটি তার জম্মশত বাষির্কী। এই বাষিকী উদযাপনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী সরকারের সকল পর্যায় ও বেসরকারী খাত থেকে যে প্রচেষ্টা তারই অংশ হিসাবে টেকনাফ শহরে ক্ষণগণনার (কাউন্টডাউন) উদ্বোধন করা হয়েছে। এটি আমাদের সবার জন্য প্রেরনার উৎস হিসাবে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *