চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ২’শ শীতার্ত মানুষকে শীতবস্ত্র করলেন বিজিবি

প্রকাশ: ২০২০-০২-০৮ ১৯:২৬:২৪ || আপডেট: ২০২০-০২-০৮ ১৯:২৬:৩১

আব্দুল্লাহ মনির, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে শীতার্ত দুঃস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিজিবি।

৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলার হোয়াইক্যং উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় ২’শ শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, উপ-অধিনায়ক মেজর রুবায়াৎ কবীর, অপারেশন অফিসার মেজর রহুল আছাদ, কোয়াটার মাস্টার (এডি) নুরুল হুদা, হোয়াইক্যং বিওপির কোম্পানি কমান্ডার ও সুবেদার মো. শেখ শরিফুল ইসলাম, হোয়াইক্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী মুসা, বিশিষ্ট্য সমাজ সেবক আবুল কাশেম রনি, হোয়াইক্যং ইউপি সদস্য যথাক্রমে আব্দুল বাসেত, জালাল আহমদ, জান্নাতুল ফেরদৌস, শিক্ষকবৃন্দরা।


বিজিবির অধিনায়ক ফয়সাল হাসান খান জানান, শীতের শুরু থেকে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজকেও ২ শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজিবি সীমান্ত রক্ষায়র পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *