চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযান- সতর্কতা জানিয়ে জরিমানা আদায়

প্রকাশ: ২০২০-০৪-২০ ১৭:২৬:৪০ || আপডেট: ২০২০-০৪-২০ ১৭:২৬:৪৩

প্রদীপ শীল, রাউজানঃ রাউজানে সরকারী নির্দেশিত লক ডাউন অমান্য করে ব্যবসায়ী প্রতিষ্ঠা খোলা রাখার অপরাধে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। ২০ এপ্রিল সোমবার দুপুরে উপজেলা সদর ফকিরহাট, জলিল নগর ও মুন্সির ঘাটা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেনায়েদ কবির সোহাগ ভ্রম্যমান আদালতের পরিচালনা করেন। এসময় ফকিরহাট এলাকায় সৌদিয়া টেডিং ও রাউজান হার্ডওয়াটকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জলিল নগরে একটি টিনের দোকানকে তিন হাজার ও একটি হার্ডওয়াটের দোকান থেকে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। মোট ৪টি দোকান থেকে সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেনায়েদ কবির সোহাগ বলেন, দেশের সংকটময় মুহুর্তে আমরা অনেক দোকানদারকে ছাড় দিয়েছি। তবে সরকারী আদেশ সবাইকে মানতে হবে। করোনাভাইরাস মোকাবেলায় সব শ্রেণী পেশার মানুষকে বাঁচিয়ে রাখতে সরকার বদ্ধপপরিকর। তিনি ব্যবসায়ীদের খাদ্য সামগ্রী ও ঔষধের দোকান ছাড়া অন্য সকল দোকান বন্ধ রাখার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *