চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

হিল্লোল দত্ত আলীকদম, বান্দরবান প্রতিনিধি

আলীকদমে পরিস্থিতির শিকার মানুষের মাঝে সবজি বিতরণ করেছে ছাত্রলীগ

প্রকাশ: ২০২০-০৪-২৮ ২১:২১:১৬ || আপডেট: ২০২০-০৪-২৮ ২১:২১:২১

হিল্লোল দত্ত, আলীকদম প্রতিনিধি, বীর কন্ঠ :

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রবিন বাহাদুর ও জেলা ছাত্রলীগের সহযোগীতায় দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরন করা হয়েছে। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিনামূল্যে সবজি বিতরন কর্মসূচি পরিচালনা করেন বান্দরবান জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোস্তফা জামান রাশেদ।

সুত্রে জানা যায়, সদরের বাজার পাড়া, হিন্দু পাড়া, থানা পাড়া, পানবাজার, প্রভাত কারবারী পাড়া ও পাহাড়তলী পাড়ার দূস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ সবজি বিতরন করা হয়।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা জামান রাশেদ বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং (এমপি)’র পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা পাবর্ত্যরত্ন রবিন বাহাদুর ও বান্দরবান জেলা ছাত্রলীগের সার্বিক সহযোগীতায় অসহায় ও কর্মহীন মানুষগুলো যেমন টাটকা সবজি পেলো, তেমনি দূর্যোগকালীন মূহুর্ত্বে কৃষক ভাইরাও উপকৃত হলো । অন্যান্য এলাকা এবং ইউনিয়নেও এ সবজি বিতরন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *