চট্টগ্রাম, , শুক্রবার, ৩ মে ২০২৪

মো: নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে ‘টিম চন্দনাইশ’

প্রকাশ: ২০২০-০৪-২৮ ২০:৫৬:৪৭ || আপডেট: ২০২০-০৪-২৮ ২০:৫৬:৫১

মো. নুরুল আলম, চন্দনাইশ ::

করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় সাধারণ মানুষের পাশে আছে টিম চন্দনাইশ। টিম লিডার আরমান চৌধুরীর নেতৃত্বে চন্দনাইশের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে ভলান্টিয়ার টিম গঠন করা হয়েছে, যাদের মূল কাজ হচ্ছে বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারান্টাইন সম্পর্কে অবিহিত করা, আতংকিত না হয়ে সচেতনতা বৃদ্ধি করা টিম চন্দনাইশের প্রধান উদ্দেশ্য।

চন্দনাইশ টিমের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন টিমের সদস্যরা। উপজেলার ২টি পৌরসভার ৮টি ইউনিয়নে সচেতনতা মূলক লিফলেট বিতরণ, বিভিন্ন পয়েন্টে হ্যান্ড ওয়াশ তথা হাত ধোয়ার পানি টাংক স্থাপন, বিভিন্ন ব্যস্ততম সড়কে জীবনুনাশক স্প্রে করা, সাধারণ পথচারীদের মাঝে মাক্স বিতরণ, অসহায়, হতদরিদ্র, ভাসমান ১৬’শ পরিবারের মাঝে খাবার বিতরণ, ভাসমান ৬’শ মানুষের মাঝে এক বেলা আহার বিতরন, ৩’শ ৬২ জন ভাসমান মানুষের মাঝে সবজি বিতরণ করার পাশাপাশি তাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা যায়।

কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেন, সাজ্জাদুল মোস্তফা চৌধুরী, শেফানুর চৌধুরী, মো. জাহেদ, মো. জোবাইর, মো. কলিছ, মো. মারুফ চৌধুরী, মিনহাজ উদ্দীন, ইমন চৌধুরী, মাইকেল বাবু, নুরুল কবির, রেজাউল করিম, আরফান তারেক, রবিউল হোসেন চৌধুরী, আজাদ কামাল রিটু, মো. মামুন, রোজিনা আক্তার, মিজানুর রহমান, মো. নাঈম, হাসনাইন রাকের, মুশফিকুর রহমান, ইরা জাহান, মো. জিসান, মো. হান্নান, সুদিপ্ত সিকদার প্রমুখ।

টিম লিডার আরমান চৌধুরী বলেন, ‘করোনা প্রতিরোধে সাধারণ মানুষের জনসচেতনতা বাড়াতে কাজ করার আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যে তাদের প্রতিটি ওয়ার্ডে লিফলেট সহ বিভিন্ন সচেতনতা মূলক ক্যাম্পেইন করা হয়েছে এবং হ্যান্ড স্যানিটাইজার তৈরি ও মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।’ এছাড়া জনসম্পৃক্ত কর্মসূচি,যেমন বিয়ে, মেজবান সহ বিভিন্ন জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দেন টিম চন্দনাইশ।

আরমান চৌধুরী আরোও বলেন,’ করোনা নিয়ে কেউ গুজব ছড়ালে তা প্রতিহত করতে প্রশাসন কে সাহায্য করতে অনুরোধ করেছেন তিনি। কোনও অপশক্তি যেন করোনা নিয়ে গুজব ছড়াতে না পারে। একইসঙ্গে কেউ যদি করোনায় আক্রান্ত হয়, তা প্রশাসনকে জানাতে হবে বলে অবিহিত করে টিম চন্দনাইশ কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *