চট্টগ্রাম, , শনিবার, ৪ মে ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

করোনা মোকাবেলায় বোয়ালখালী থানাপুলিশ নিরলসভাবে কাজ করছে

প্রকাশ: ২০২০-০৪-২৯ ১৫:২০:৩৫ || আপডেট: ২০২০-০৪-২৯ ১৫:২১:৩৯

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি):

করোনা ভাইরাস মোকাবেলায় বোয়ালখালী থানার অফিসান ইনচার্জ আবদুল করিমের নেতৃত্বে একের পর এক উদ্যোগ প্রশংসিত হচ্ছেন। করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে তিনি জনগণকে সচেতন করার লক্ষে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। অসহায় মানুষদের জন্য অব্যাহত রয়েছে ত্রাণ বিতরণ। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে
Infrared Thermometer। চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপারের ব্যক্তিগত প্রচেষ্টায় ফোর্সের কল্যানে প্রেরিত উন্নতমানের Infrared Thermometer দ্বারা বোয়ালখালী থানার অফিসার ফোর্সের জ্বর মাপাসহ থানায় আগত জনসাধারণের তাপমাত্রা চেক করার যন্ত্র ইতিমধ্যে থানায় প্রেরণ করা হয়েছে। এতে করে বোয়ালখালী বাসীর জন্য পুলিশী সেবা আরও একধাপ এগিয়ে নেয়ার প্রচেষ্টা জোরদার হবে বলে জানা যায়। এবিষয়ে জানতে জাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন, চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের ব্যক্তিগত প্রচেষ্টায় ফোর্সের কল্যানে প্রেরিত উন্নতমানের Infrared Thermometer দ্বারা বোয়ালখালী থানার অফিসার ফোর্সের জ্বর মাপা সহ থানায় আগত জনসাধারণের তাপমাত্রা চেক করার যন্ত্র প্রেরণ করা হয়েছে। এর ফলে জনগণকে সেবা দিতে আমাদের আরো বেশি সুবিধা হবে। তিনি আরো বলেন, মহামারি এই দূর্যোগ থেকে দেশ এবং নিজেকে বাঁচাতে সবাই সচেতন হোন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেননা। সামাজিক দুরত্ব বজায় রাখুন, নিজে সুস্থ থাকুন অন্যদেরও সুস্থ রাখুন। আপনাদের সেবায় বোয়ালখালী থানাপুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। মহান আল্লাহ সবাইকে সুস্থ রাখুক নিরাপদে রাখুক সেই প্রার্থনায় করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *