চট্টগ্রাম, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

নগরীতে পথশিশুদের ১৫ দিন ধরে রান্নাকরা খাদ্য বিতরন করছেন ইতিহাস ঐতিহ্যের কর্মীরা

প্রকাশ: ২০২০-০৪-২৯ ২১:১৩:০৭ || আপডেট: ২০২০-০৪-২৯ ২১:১৩:১১

মো. নুরুল আলম, চন্দনাইশ ::

চট্টগ্রাম নগরীর বিভিন্ন রাস্তাঘাটে করোনার মহামারীতে বিপদগ্রস্ত পথশিশু ও ভবঘুরে বৃদ্ধ নর- নারীদের মাঝে দৈনিক ৬০ জন করে আজ ১৫ দিন যাবত নয়শত জনকে রান্না করা খাবার বিতরণ করে আসছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের ইতিহাস কর্মীরা। ১১ এপ্রিল থেকে শুরুকরে প্রথমে সাপ্তাহে ২ দিন, পরে প্রতিদিন খাবার বিতরন করা হয়। করোনা মহামারীতে আক্রান্ত সমগ্র দেশের সাথে চট্টগ্রামের মানুষও মহাবিপর্যয়ে রয়েছে। এর মাঝে চট্টগ্রাম নগরীর পথে পথে পথশিশু ও বৃদ্ধ বয়স্ক ভবঘুরে নর নারী রয়েছে মহাবিপদে। প্রথমে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি,ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন এই মানবিক কাজে ব্যক্তিগত প্রচেষ্টায় শুরু হয়। পরে ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা গনের আর্থিক সহায়তায় এই কর্ম সুচী চালু রয়েছে।পবিত্র এই রমজান মাসে বিকেল ৪/৫ টায় নগরীতে সীমিত সংখ্যক লোকের মাঝে এই খাবার বিতরন করা হয়।

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট,আরকান রোড়, মোহাম্মদপুর, মুরাদপুর, চকবাজার, ফুলতলা,কলেজ রোড়,বাদুরতলা, শোলকবহর,নতুন চান্দগাঁ থানা এলাকায় করোনার মহামারীতে ভবঘুুরে বৃদ্ধ নারী পুরুষ ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি)।

খাবার বিতরণ খালে ইতিমধ্যে উপস্থিত ছিলেন সোহেল মো.ফখরুদ-দীন, মাওলানা রেজাউল করিম তালুকদার, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আবু বক্কর, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী,অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, বাবু প্রকাশ বড়ুয়া,প্রকৌশলী সৌমেন বড়ুয়া, কাজী আরফাত, সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রফিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *